

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলার ১০নং মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম আলী আসকানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ উঠেছে। এসব সম্পর্কে আসকানের বিরুদ্ধে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলকে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) দায়ের করা অভিযোগের অনুলিপি বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশন ও রাজশাহী জেলা পুলিশ সুপারকে দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসলাম আলী আসকান তার আগের চেয়ারম্যান আকবর আলীর সময়ে রেখে যাওয়া সরকারি অর্থের ৩ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়াও তার বিরুদ্ধে সরকারি ছাগল ক্রয়ের ৬ লাখ টাকা, টিয়ার ও কাবিখা, গম ও চাল আত্মসাৎ, ড্রেন সংস্কারের নামে টাকা উত্তোলণ করে সেটি আত্মসাৎ করেন। এছাড়াও খাসজমিতে টিনের ঘর করে দেওয়ার প্রকল্পের টাকা নিজে নেওয়া, বিচার-সালিস নামে এলাকার মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেওয়া, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সরকারি কৃষি উপকরণ বিতরণের টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।