বাবার চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে মারা গেলো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ বাবা-মা’র চোখের সামনেই নাটোরের লালপুরে ট্রেনে কাঁটা পড়ে ইন্তাজ আলী (২৫) নামের রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ ৭.৪৫ মিনিটে রাজশাহী গামী কমিউটার ট্রেনে ঈশ্বরদী থেকে বাবা-মা ও ছেলে একসাথে রাজশাহীর উদ্দেশ্য রওনা দিয়েছিলেন। আব্দুলপুরে ছেলে নেমেছিলেন নাস্তা করতে। পরে ট্রেন ছেড়ে দিলে দৌড়ে এসে উঠতে গিয়ে ট্রেনের চাকার নিচে পড়ে যায়। বাকরুদ্ধ বাবা মার চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছু করার ছিলো না। কারণ ততক্ষণে ট্রেন জোরে চলতে শুরু করে। পরে তারা লোকমানপুর স্টেশনে নেমে বাইরোডে গিয়ে সাদা কাপড়ে ঢাকা মৃত ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়েন।

নিহত শিক্ষার্থী পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার অ্যাডভোকেট ইসাহাক আলীর ছেলে। সে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের (অষ্টম সেমিস্টারের) শিক্ষার্থী বলে জানা গেছে।

আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার শেখ জিয়াউদ্দিন বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৭টা ৪৫ মিনিটে আব্দুলপুর জংশনে ঈশ্বরদী থেকে কমিউটার ট্রেন এসে দাঁড়ায়। এ সময় ইমতিয়াজ ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামেন।

মাস্টার শেখ জিয়াউদ্দিন বাবলু বলেন, পরে ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে উঠতে গিয়ে ছিটকে নিচে পড়ে যান। এতে ওই ছাত্র ঘটনাস্থলেই মারা যান। ট্রেনে থাকা ইমতিয়াজের বাবা মা পরের স্টেশনে নেমে আব্দুলপুর স্টেশনে ফিরে আসেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর রেলওয়ে থানায় জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এসে পরবর্তী ব্যবস্থা নেবে।

পোস্টটি শেয়ার করুন