

ডেস্ক নিউজঃ বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মাতা কাজী নুরজাহান বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন মাদারীপুর জেলার ডিসি ফুড ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান মোঃ সেফাউর রহমান।
তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, উল্লেখ্য, শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নূরজাহান বেগমের। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন রত্নাগর্ভা মা নূরজাহান।
পোস্টটি শেয়ার করুন