বাহাউদ্দিন নাছিমের সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম তৃতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাঁর সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

শুক্রবার ২২ জুন জুম্মা নামাজ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা ও সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

পোস্টটি শেয়ার করুন