বাড়ির ছাদে পানি পড়াকে কেন্দ্র করে ছোট ভাই এর হাতে বড় ভাই খুন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাড়ির ছাদের পানি পড়া কে কেন্দ্র করে ছোট ভাই প্রাণ কেড়ে নিলো বড় ভাইয়ের।

শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি চৌধুরী জোবায়ের আহমেদ পদ্মা টাইমস কে জানান, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামে বাড়ির ছাদের পানি পড়া কে কেন্দ্র করে মোফাজুল হকের ২ ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ছোট ভাই মোজাম্মেল হক বড় ভাই রুহুল আমিন মাষ্টার (৭০) কে আঘাত করলে গুরুতর আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় রুহুল আমিন মাষ্টারকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাবার সময় পথে মারা যায়।

ওসি চৌধুরী জোবায়ের আহমেদ আরও জানান, বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন