বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলাহাটে বিশাল র‍্যালি

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১লা সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় কলেজ মোড় থেকে র‍্যালি শুরু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মোড়ে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: আমিনুল ইসলাম।

র‍্যালি শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহতাব উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন; ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম, ৩ নং দলদলি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন, নাচোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: মিজানুর রহমানসহ ভোলাহাটসহ বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

পোস্টটি শেয়ার করুন