বিএনপি-জামায়াত ভণ্ড ও প্রতারকদের সংগঠন : যুবলীগ চেয়ারম্যান

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৩

ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি-জামায়াত ভণ্ড ও প্রতারকদের সংগঠন। তাদের নেত্রী খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাৎ করে আজ দণ্ডিত আসামি। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া মানি লন্ডারিং মামলার সাজাপ্রাপ্ত আসামি। তারা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত দুর্নীতিবাজ।

শনিবার (৪ মার্চ) রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়। ২০১৪ সালে তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছিল। এখন তারা পদযাত্রার নামে পথ খুঁজছে কিভাবে এদেশের মানুষকে সন্ত্রাস ও নৈরাজ্যের শিকার বানানো যায়।

বিএনপি লাশের রাজনীতি করতে অভ্যস্ত। তাই তারা দেশে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে বলেও দাবি করেন যুবলীগের চেয়ারম্যান।

যুবলীগে কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ ও মাদক সম্রাটের স্থান দেওয়া হবে না উল্লেখ করে পরশ বলেন, যুবলীগের পদ নিজেদের পকেটভারী করার জন্য নয়, শুধু সাংগঠনিক কাজে ব্যবহারের জন্য এ পদ-পদবী।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন যুবলীগের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন নিখিল, যুগ্ন-সম্পাদক সুব্রত পাল, জেলা আওয়ামী সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন