

ট্রিবিউন ডেস্ক: ১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মেধাতালিকায় প্রথম হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী আশিকুজ্জামান। এ নিয়ে টানা তৃতীয় বারের মতো সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকোলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফলে প্রথম হয়েছেন রাবির আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আশিকুজ্জামান। এ তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৬ষ্ঠ স্থানে রয়েছেন সাদিয়া আনজুম পূর্নতা, ১০ম স্থানে মাহমুদুল হাসান, ১৪তম স্থানে সুমাইয়া খন্দকার মুমু, ২৪তম স্থানে রয়েছেন সাদিয়া মৌ, ৪১ তম স্থানে সাদিয়া ইসলাম, ৫৯তম স্থানে মাইশা তাহরিন একতা।
প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাতজনের জনের নাম নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।