বিজয়া দশমীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক সাংসদ জিয়াউর রহমান


নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসবের আজ ছিলো বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জ্জনের দিন। এই দিনটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলা গোমস্তাপুর, নাচোল ভোলাহাটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
বুধবার সকাল থেকে দিনব্যাপী তিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি মন্দিরের নিরাপত্তাসহ সার্বিক বিষয় খোঁজ খবর নেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ ঝালু খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসসহ তিন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ স্থানীয় নেতৃবৃন্দ।