বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারী ১৬৫ যাত্রীকে জরিমানা, সিগারেট জব্দ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২২

রাজশাহী প্রতিনিধি: বিনা টিকিটে ভ্রমণের দায়ে ঢাকা-রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ১৬৫ যাত্রীকে জরিমানা ও ধুমপায়ী যাত্রীদের কাছে থাকা সিগারাট জব্দ করা হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) ভোররাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার ট্রেনটিতে অভিযান চালিয়ে টিকিট না থাকায় তাদের জরিমানা ও কয়েক প্যাকেট সিগারেট জব্দ করেন।

অভিযান শেষে অসীম কুমার তালুকদার নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যাত্রা শুরুর পর ট্রেনে প্রচুর ভিড় দেখা যায়। রাজশাহী আসার পথে শুক্রবার ভোররাতে তিনি বিনা টিকিটের যাত্রী ধরতে অভিযান শুরু করেন। এ সময় ট্রেনে ১৬৫ জন বিনা টিকিটের যাত্রী শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে জরিমানা ও টিকিটের মূল্য বাবদ ৫৭ হাজার ৭৪০ টাকা আদায় করা হয়েছে।

তিনি আরো জানান, ট্রেনে ধূমপানের ব্যাপারেও অভিযান চালানো হয়েছে। বেশকিছু প্যাকেট সিগারেট জব্দ করে ধ্বংস করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন