বিভিন্ন পূজামণ্ডপে সাবেক ছাত্রনেতা সৈয়দ মনিরুল ইসলামের পক্ষ থেকে মাস্ক প্রদান

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালনে সহযোগিতা করতে মেয়র পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা সৈয়দ মনিরুল ইসলামের পক্ষ থেকে মাস্ক প্রদান করা হয়।

আজ রবিবার মহানবমী র দিনে পৌর এলাকার আটটি পূজামণ্ডপের কতৃপক্ষের কাছে জিকে ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সৈয়দ মনিরুল ইসলামের পক্ষ থেকে তার প্রতিনিধিরা মাস্ক পৌঁছে দেয়।

সৈয়দ মনিরুল ইসলাম বলেন, করোনা মহামারীর মাঝে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজায় যাতে সবাই সচেতন থেকে স্বাস্থবিধি মেনে উৎসব পালন করেন সেই লক্ষ্যে পৌরসভার প্রতিটি পূজামণ্ডপে প্রয়োজনীয় মাস্ক পৌঁছে দিয়েছি।

মাস্ক প্রদানের সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্ববায়ক আসিফ আহমেদ সৌরভ, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ হিল বাকী, উপ-প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন শামীম, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক মাহফুজ বিশ্বাস ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন