বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তাদের পরিবারের সাথে আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক: আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশনের আয়োজনে `বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তাঁদের পরিবারের সাথে দ্বিতীয় পর্বে রাজশাহীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পর্যটন মোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশন গঠন ও চলমান প্রকাশনা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করা হয়।
সাবেক রাষ্ট্রদূত ও আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশনের আহ্বায়ক ‘কামাল উদ্দীনের’ সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মিজানউদ্দিন, গুণী লেখক ও শিক্ষাবিদ প্রফেসর গোলাম কবির, প্রফেসর মেঘনাদ সাহা, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিভেন্টিভ ও সোসাল মেডিসিন অনুষদের প্রতিষ্ঠাতা-ডীন প্রফেসর ডা. জাওয়াদুল হক, রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান, ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) গোলাম ফারুক রুমী, ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক ডা. আনোয়ার জাহিদ রুবেন, আহ্ববায়ক পরিষদের সদস্য শাহনেওয়াজ গামা, আহ্বায়ক পরিষদের সদস্য রফিক হাসান বাবলু, আহ্ববায়ক পরিষদের সদস্য সাংবাদিক আনোয়ার হক, আহ্বায়ক পরিষদের সদস্য এ্যাড. আবু হাসিব, চাঁপাইনবাবগঞ্জের এডিশনাল পিপি এ্যাড. আঞ্জুমান আরা, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মাহবুবুল ইসলাম ইমনসহ অন্যান্য গুণীজন, সুধীবৃন্দ।
বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তাদের পরিবারের সাথে ৩য় পর্বে ঢাকায় অনুষ্ঠিত হবে।