বিশ্বমানের সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২

ট্রিবিউন ডেস্ক: বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার (১৪ সেপ্টেম্বর ২০২২) উদ্বোধন করবেন বাংলাদেশের প্রথম বিশ্বমানের সুপার স্পেশালাইজড হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

বঙ্গবন্ধুকন্যা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন এই হাসপাতাল উদ্বোধন করবেন। দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় নির্মিত ৭৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে আন্তর্জাতিক মানের মডিউলার অপারেশন থিয়েটার থাকবে ১৪টি।

এছাড়াও থাকবে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ ১০০টি আইসিইউ ও ১০০টি ইমার্জেন্সি বেড। হাসপাতালটি চালু হলে রোগীরা দেশেই বিশ্বমানের চিকিৎসেবা পাবেন। চিকিৎসার প্রয়োজনে রোগীদের দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না

পোস্টটি শেয়ার করুন