নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব পরিবেশ দিবস – ২০২২ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার ৫ জুন দুপুরে বিশ্ববিদ্যালয় প্যারিস রোডের পাশে ও মুন্নুজান হল চত্বরে বৃক্ষরোপণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি জাকিরুল ইসলাম জ্যাক, মেশবাহুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার ডন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, ইমতিয়াজ আহমেদ, ধর্ম বিষয়ক উপ-সম্পাদক তৌহিদ দুর্জয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ছাত্রলীগের সভাপতি তাজরিন আহমেদ খান মেধা, মুন্নুজান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারজানা শশী, শেরে-ই-বাংলা একে ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রাতুল, শহীদ হবিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি মোমিনুল ইসলাম মোমিন, জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, নবাব আব্দুল লতিফ হল ছাত্রলীগের সভাপতি শুভ্রদেবসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।