স্টাফ রিপোর্টার: বিশ্ব মুসলিম জাহানের মঙ্গল কামনা ও মৃত মুসলমান ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় রাজশাহী নগরীতে সত্যের জয় সামাজিক সংগঠন ও ৯ নং ওয়ার্ড সমাজ কল্যান সংঘের যৌথ উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার জুম্মা নামাজ শেষে নগরীর ফায়ার সার্ভিস মোড়ে দোয়া মাহফিল শেষে পথচারী, রিকশা চালক ও ট্রাফিক পুলিশের ডিউটিরতদের মাঝে ৫০০ প্যাকেট খাবার বিতরণ করেন সংগঠন দুটোর নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- ৯ নং ওয়ার্ড সমাজ কল্যান সংঘের সাধারণ সম্পাদক মোঃ সুলতান,সত্যের জয় সামাজিক সংগঠনের সভাপতি মোঃ সালাউদ্দিন খান সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ নাঈম হোসেন,উপ মহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা, কোয়ান্টাম মেথড এর অফিসার মোঃ মিলন, সাবেক মহিলা কাউন্সিলর মোছাঃ বিলকিস বানু সহ সামাজিক সংগঠন ও সমাজ কল্যান সংঘের সদস্যবৃন্দরা।
এসময় ৯ নং ওয়ার্ড সমাজ কল্যান সংঘের সাধারণ সম্পাদক মোঃ সুলতান বলেন করোনার ভয়াবহ পরিস্থিতিতে যখন নিজের মা,বাবা আত্মীয়-স্বজন সকলে তাদের করোনা আক্রান্ত ব্যাক্তিদের কাছে যেতে বা তাদের লাশ দাফন করতে পিছুপা হয় ঠিক সেই মুহুর্তে ৯ নং ওয়ার্ড সমাজ কল্যান সংঘ ও সত্যের জয় সামাজিক সংগঠন তাদের পাশে এগিয়ে যায় এবং নিজের জীবনের তোয়াক্কা না করে তাদের লাশ দাফন করেন।
এবং আজ শুক্রবার দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আগেও আমরা একটি বেওয়ারিশ লাশ হেতেম খাঁ গোরস্হানে দাফন করে এসে আমাদের এই পোগ্রাম শুরু করেছি।