বিসিক রাজশাহীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে রাজশাহী বিসিক।

আজ দুপুরে বিসিক শিল্পনগরী, রাজশাহীতে জেলা কার্যালয়ের আয়োজনে এবং বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির সহযোগিতায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সহধর্মিণী ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বিসিক রাজশাহী, রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ লিয়াকত আলী সভাপতি বিসিক শিল্পনগরীর শিল্প মালিক সমিতি।

দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক শিল্পনগরীর কর্মকর্তা আনোয়ার

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিসিক আঞ্চলিক কার্যালয়ের বিশেষজ্ঞ জুয়েল চন্দ্র সেন।

শোক দিবস উপলক্ষে বিসিক শিল্পনগরী রাজশাহীতে শিল্প নগরীর শ্রমিক ও অসহায় দুস্থদের মাঝে ১২০০ জনের মাঝে খাদ্য বিতরন করা হয়।

এছাড়াও মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিসিক শিল্প নগরী সপুরা রাজশাহী ও বিসিক শিল্প নগরী ২ রাজশাহী তে প্রায় ১১০০ শত গাছের চারা রোপন কার্যক্রম অব্যাহত রয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিসিক আঞ্চলিক কার্যালয়, বিসিক জেলা কার্যালয়, বিসিক শিল্পনগরী কার্যালয় এর কর্মকর্তা-কর্মচারীসহ বিসিক শিল্প ইউনিট এর বিভিন্ন শিল্প মালিক, কর্মচারী উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন