বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদে অবস্থিত শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ।
শনিবার ১২ ফেব্রুয়ারী বিকেলে শিবগঞ্জের সোনা মসজিদে কবর জিয়ারত করে ঐতিহাসিক প্রত্নত্বত্ত্ব নিদর্শন ছোট সোনা মসজিদ, তাহা খানা ও স্থলবন্দর পরিদর্শন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, জেসমিন শান্তা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জাব্বার রাজ, বেনজির আহমেদ নিশি, ধর্ম বিষয়ক সম্পাদক তুহিন আহমেদ, উপ-অর্থ সম্পাদক আতিকুল ইসলাম আতিক।

এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ এর সাথে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম, জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দ।

এর আগে বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ কে সোনা মসজিদ চত্বরে অভ্যর্থনা জানান শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সমিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল বাকী, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আলীরাজ, সাধারণ সম্পাদক রকি আলম ডলার সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি – সাধারণ সম্পাদক বৃন্দ।

পরে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

পোস্টটি শেয়ার করুন