বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন সৈয়দ মনিরুল ইসলামের

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

বিশেষ প্রতিনিধিঃ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও হযরত শাহ নেয়ামতুল্লাহ(রহ) এর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম।

আজ শুক্রবার দুপুরে শিবগঞ্জ সোনামসজিদ তোহাখানা তিন গম্বুজ মসজিদে জুমার নামাজ শেষে সেখানে অবস্থিত হযরত শাহ নেয়ামুতুল্লাহ (রহ) এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করেন সৈয়দ মনিরুল ইসলাম।
পরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এডু,সাংগঠনিক সম্পাদক বেনজির আলী,শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু,শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেল ও সাধারণ সম্পাদক আলী রাজ সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন