বীর নিবাসে প্রবেশ করলেন গোমস্তাপুরের পাঁচ বীরাঙ্গনা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি করা বাসভবন বীর নিবাসে পদার্পণ করলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৫ জন বীরাঙ্গনা।
এরা হলেন; রেনু বেগম, আরবী বেগম, রহিমা বেগম, চম্পা বেগম ও রাবিয়া বেগম। এদের সকলেরই বসবাস উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া গ্রামে।

গত ১৫ ফেব্রুয়ারী সারাদেশের ন্যায় তাদের হাতে প্রতীকি চাবি তুলে দেয়া হয়। কিন্তু শনিবার উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গৃহপ্রবেশ করেন তারা।

এ উপলক্ষে ওই গ্রামে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা।

বিশেষ অতিথি ছিলেন; ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপাধ্যক্ষ মকবুল হোসেন, নিজামউদ্দিন, বীরাঙ্গনা রেনু বেগম, পিআইও হাবিবুর রহমান ও সাংবাদিক আতিকুল ইসলাম আজম। পরে অতিথিরা প্রত্যেক বীরাঙ্গনার বাড়ি ঘুরে দেখেন।

বাড়ি পেয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নাজড়িত কন্ঠে বীরাঙ্গনা রেনু বেগম মহান মুক্তিযুদ্ধ কালীন তার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের স্মৃতিচারন করেন। তিনি তাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি ও মাথা গোঁজার ঠাঁই করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এ প্রসঙ্গে পিআইও হাবিবুর রহমান জানান, প্রতিটি বাড়ি নির্মাণে প্রায় ১৩ লক্ষ টাকা করে ব্যয় হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান, উপজেলায় মোট ৮ জন বীরাঙ্গনা বর্তমানে জীবিত রয়েছেন। এরমধ্যে ৫ জনকে বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে। অন্যদের প্রয়োজনীয় পরিমাণে নিজস্ব জমি না থাকায় সম্ভব হয়নি। তবে, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন