বৃষ্টি উপেক্ষা করে সৈয়দ মনিরুল ইসলামের উঠান বৈঠক জনসমুদ্রে পরিণত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০

শিবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাই নবাবগঞ্জ জলার শিবগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ অব্যাহত রেখেছেন মেয়র পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা সৈয়দ মনিরুল ইসলাম।

আজ শুক্রবার শিবগঞ্জ পৌরসভাৈর ৯নং ওয়ার্ড মর্দানা গ্রামের চাঁন মিয়ার আম বাগানে বৃষ্টিবাধা উপেক্ষা করে উঠান বৈঠক নামক পথসভা জনসমুদ্রে পরিনত হয়।

এসময় উপস্থিত জনতার সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র পদপ্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম।
তিনি বলেন ‘কথা অনেক হয়েছে আর কথা নয় আমাকে নির্বাচিত করেন কাজে বাস্তবায়ন করে আপনাদের অধিকার বুঝিয়ে দিতে চাই।’

পরে সন্ধ্যার পর ২ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাক্তন সহকারি শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান, পিটিআই ইন্সট্রাক্টর নেফাউর রহমান, তারাপুর কলেজের প্রভাষক বাহারুল ইসলাম বেনজির, মেসার্স আল মাহি এন্টারপ্রাইজের পরিচালক মো: ইব্রাহীম আলী, স্থানীয় প্রবীণ আওয়ামীলীগ নেতা সোনা মিয়া, শিবগঞ্জ উপজেলা কৃষকলীগ সভাপতি তুষার মন্ডল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মিটুল খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সোহান মন্ডল, পৌর ছাত্রলীগের সাবেক তথ্য বিষয়ক সম্পাদক ও পৌর যুবলীগের সদস্য সুমন হায়দার, সহ-সভাপতি আব্দুল জাব্বার জনি সহ স্থানীয় আরো নেতা ও কর্মীরা ।

পোস্টটি শেয়ার করুন