বেনাপোল ইমিগ্রেশনে ই-গেট উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৩

ট্রিবিউন ডেস্ক: দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ই-গেট উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ফিতা কেটে এ গেটের উদ্বোধন করেন তিনি। এ সময় ইমিগ্রেশন ভবনের আগমন শাখায় ২টি ও বহির্গমন শাখায় ২টি করে মোট ৪টি গেটের উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনাপোল ইমিগ্রেশনে ই-গেট ভারত-বাংলাদেশ যাতায়াত সহজ করবে। ইতোমধ্যে বেশ কয়েকটি জায়গায় ই-গেট চালু করা হয়েছে। সামনের দিনে ই-ভিসাও চালু করা হবে বলে। এক এক করে সব ক্ষেত্রে আধুনিকায়নের ছোঁয়া প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশে আমরা প্রবেশ করছি সহজে বোঝা যায়।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোল পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান রাজনৈতিক, ব্যবসায়িক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতারা। এসময় সীমান্তে জোরদার ছিল নিরাপত্তা।

জানা গেছে, দেশের ৩টি বিমান বন্দরের পর এবার বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী ই-পাসপোর্টধারীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে ই-গেট উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ইমিগ্রেশন ভবনে গিয়ে দেখা গেছে, ইলেকট্রিক মেশিন ই-গেট ব্যবহারের নির্দেশনা দিচ্ছে। আর যাত্রীরা একে একে সে নির্দেশ শুনে মাত্র ১৮ সেকেন্ডে ই-গেট কার্যক্রম শেষ করে ঢুকছেন ভারতে।

যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় ব্যবসা, চিকিৎসা, ভ্রমণ আর উচ্চ শিক্ষা গ্রহণে সবচেয়ে বেশি পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে বেনাপোল স্থলবন্দর দিয়ে। তবে এতদিন ম্যানুয়াল প্রক্রিয়ায় যাত্রীর তথ্য সংগ্রহে ভোগান্তি ও দীর্ঘ সময় লাগত ভ্রমণে।

ই-পাসপোর্ট ধারীরা জানান, ই-গেট চালুতে সময় কমে অনেকটা স্বস্তি ফিরেছে। তবে ভারত অংশে নানান অব্যবস্থাপনায় দুর্ভোগ রয়ে গেছে। ই-গেট কার্যক্রমের সেবা ভারতেও চালু হলে পূর্ণাঙ্গ সেবা মিলবে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার জানান, যাত্রী সেবা বাড়াতে বেনাপোল বন্দরে ই-গেট চালু হলো। পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থলবন্দরে ই-গেট কার্যক্রম চালু করা হবে।

সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন জানান, ধীরে ধীরে সবক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া পাচ্ছে। ই-গেট তার জানান দিল। এ পর্যন্ত দেশ, বিদেশে ৭০ হাজার মানুষকে ই-পাসপোর্ট সরবরাহ করেছে সরকার। ঢাকা-চট্টগ্রাম ও সিলেট বিমান বন্দরের পর স্থলপথে প্রথম বেনাপোল ইমিগ্রেশনে চালু হলো ই-গেট।

এদিকে ই-গেট উদ্বোধন শেষে স্বরাষ্ট্র মন্ত্রী বিকাল ৫ টায় বেনাপোল বলফিল্ড মাঠে এক সুধী সমাবেশ ও বেনাপোল পৌর বাস টার্মিনাল উদ্বোধন করেন।

পরে বিকাল সাড়ে ৫ টায় বেনাপোল-পেট্রাপোল সীমান্তে রিট্রিট সিরিমনি অনুষ্ঠান উপভোগ করেন। এসময় বর্ডার গার্ড বিজিবির ডিজি মেজর জেনারেল একেএম নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন