ব্যতিক্রমী উদ্যোগ উপাচার্যের: পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কুশল বিনিময়

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার্থীদের ক্যাম্পাসে এসেছেন প্রায় লক্ষাধিক অভিভাবক। পরীক্ষা সেন্টারের বাইরে অপেক্ষমাণ শিক্ষার্থীদের অভিভাবকরা। ক্যাম্পাস ঘুরে ঘুরে বিভিন্ন ভবনের সামনে অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। সেই সাথে এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্র পরিদর্শনে যাবেন না, কারণ এতে পরীক্ষার্থীদের মনোযোগ বিঘ্ন ঘটে। এমন ব্যতিক্রমী কাজের প্রশংসায় ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

২৫ জুলাই সোমবার সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে অবস্থানরত অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন উপাচার্য। এসময় তিনি অভিভাবক ও পরীক্ষার্থীদের আবাসন, খাবার ও নিরাপত্তার কোনো সমস্যা হচ্ছে কিনা তা খোঁজখবর নেন।

চাঁপাইনবাবগঞ্জ থেকে মেয়েকে নিয়ে এসেছেন কলেজ শিক্ষক শরিফুল ইসলাম। ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রশাসনের পক্ষ থেকে অভিভাবকদের সাথে কুশল বিনিময়ের প্রশংসা করে তিনি বলেন- খুব ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের ব্যক্তিরা আমাদের কাছে জানতে চাইছেন কোন অসুবিধা বা অভিযোগ আছে কিনা। সার্বিক ব্যবস্থপনার কারণে যাতায়াতে বা পরীক্ষার কেন্দ্র খুঁজতে কোন সমস্যা হয়নি।

এসময় উপচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন; উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও উপ উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম এবং কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) মো. অবায়দুর রহমান প্রামানিক ও জনসংযোগ প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটে চার হাজার ২০ আসনের বিপরীতে এবার ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছেন এক লাখ ৭৮ হাজার ২৬৮ পরীক্ষার্থী।

পোস্টটি শেয়ার করুন