ট্রিবিউন ডেস্ক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)।
২১ ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সমিতির সদস্যরা।
পরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা।
রাবিসাসের সভাপতি নুরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক নুর আলমের নেতৃত্বে সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা শাহীন আলম, সম্মানিত সদস্য সুব্রত গাইন ও শামীম রেজা, সহ-সভাপতি তাপস কুমার সরকার ও তৌসিফ কাইয়ুম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাস, কোষাধ্যক্ষ সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক নোমান ইমতিয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য রায় রিপনসহ সংগঠনের কার্যকরী ও সহযোগী সদস্যরা।