

বিশেষ প্রতিনিধিঃঃ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান ভুলু’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে মহানগর আওয়ামী লীগের কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন,
“বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান ভুলু নগর আওয়ামী লীগের সকল স্তরের একজন বটগাছ তুল্য অভিভাবক ছিলেন। দুঃসময়ে ও দুর্দিনে যখন বিএনপি-জামায়াতের দাপটে রাস্তায় বের হওয়া বের হওয়া যেত না, তখনই তিনি নেতাকর্মীদের রাস্তায় বের হওয়ার সাহস যোগাতেন। তিনি কখনও পদ-পদবীর আশাধারী ছিলেন না।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. মোজাফফর হোসেন। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও সাবেক সদস্য নফিকুল ইসলাম সেল্টু। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাবেক নেতৃবৃন্দ, থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান ভুলু সহ বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক ডুলু,শহীদ পরিবারের সন্তান মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর গফুর ও জাহাঙ্গীর আলম এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বারকুল্লাহ বিন দুরুল হুদা।