

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
আজ ২৭ মার্চ সোমবার সকাল ১০ টায় ভোলাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ বিতরণ করেন; স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মু: জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, জেলা পরিষদের সদস্য মোসাঃ হোসনে আরা পাখি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আফরাজুল বাবু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গাফফার।