

বিশেষ প্রতিনিধিঃ চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে শয্যাশয়ী বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী।
তাঁর অসুস্থতার খবর শুনে বাসায় ছুটে যান ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে তাঁর অসুস্থতার খবর প্রচার হয়।তাৎক্ষণিক শারীরিক খোঁজ খবর ও সহযোগিতার জন্য শনিবার বিকেলে চাঁপাই নবাবগঞ্জ জেলার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব,বিপিএম পিপিএম(বার) এর নির্দেশনায় তাঁর বাড়ী যান ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।
তিনি পুলিশ সুপারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলীর চিকিৎসার জন্য আর্থিক সহোযোগিতা ও ফলমূল প্রদান করেন।
এছাড়া আজ বিকেলে তাঁর অসুস্থতার খবরে শারীরিক খোঁজ খবর ও চিকিৎসার সহযোগিতার জন্যে বাসায় ছুটে আসেন ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আশরাফুল হক চুনু ও সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ।এসময় তাদের সাথে জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
শাজাহান আলীর বড় ছেলে আবদুর সবুর জানান, তার বাবা মাথায় টিউমার নিয়ে ৮ মাস ধরে বিছানায়। কোন কথা বলতে পারেননা। হাঁটাচলা করতে পারেননা। জ্ঞান শূণ্য হয়ে বিছানায় পড়ে আছেন। অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না তার বাবার।