

ভোলাহাট প্রতিনিধিঃবাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধর্ষক ও নারীর প্রতি সহিংসতাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ভোলাহাট উপজেলায় আলোক প্রজ্বলন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ বুধবার সন্ধ্যায় চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি থেকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করে নারীদের প্রতি সহিংসতা কারী ও ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ডালিম, সাবেক সহ সভাপতি আশিকুর রহমান ফারুক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সামিউল্লাহ সিফাত,উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমানুল্লাহ আমান সাকির,জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সুলতানুল ইসলাম বুলেট ,মোস্তাফিজুর রহমান প্লাবন,টমাস খান,সাবেক সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন টুইংকেল,ভোলাহাট সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোজাম্মেল হক, গোহালবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মানিক তানিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।