ভোলাহাটে নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে পরিচিতিমূলক অনুষ্ঠান ও মতবিনিময় সভা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৫:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০

ভোলাহাট প্রতিনিধি:চাঁপাই নবাবগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মো: মঞ্জুরুল হাফিজের ভোলাহাট উপজেলায় আগমন উপলক্ষে পরিচিতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১২ অক্টোবর বিকেল ৪টায় উপজেলা মিলনায়তনে ভোলাহাট উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা,স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও প্রধান শিক্ষকদের নিয়ে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে পরিচিতিমূলক ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন,ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু,সাধারণ সম্পাদক ইয়াসিন আলি শাহ,জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,চার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক,উপজেলা যুবলীগ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক,বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,উপজেলার বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধান’রা সহ বিভিন্ন পেশাজীবি সংগঠণের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন