

নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাটের রাঙ্গামইট্যা বিলে নারীকে জবাই করে হত্যাকান্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।আসামীরা ঐ নারীকে ধর্ষণ করে হত্যা করে পরে দেহ থেকে মাথাও বিচ্ছিন্ন করে দেয়।
পুলিশ জানায়, গত ১৭ তারিখ সকাল ১১টায় প্রতিদিনের ন্যায় গরুর জন্য ঘাস কাটতে ভিকটিম দলদলি ইউনিয়নের ঘাইবাড়ির সেমালী খাতুন কাদরী রাঙ্গমাইট্যা বিলে যায়। তাকে আসামীরা নির্জন বিলের পাশে পেয়ারার বাগানের টং ঘরে ধর্ষন করে বেঁধে রাখে। পরবর্তীতে ঘটনা ফাঁসের ভয়ে সন্ধার আগে বিলের মধ্যে ডিপ ঘরের পাশ্বে ধানক্ষেতে নিয়ে খুন করে মাথা বিচ্ছিন্ন করে অনুমান ২০ হাত মাথা দূরে ফেলে দেয় তিন ধর্ষক।
অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল)জনাব মোঃজাহিদুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) ও ভোলাহাট থানা পুলিশ রহস্য উদঘাটন করে।
ঘটনার সাথে জড়িত জাক্কার(৪০), মফিদুল(৪০) ও মুনসুর (৪০) কে গ্রেফতার করে পুলিশ।
জাক্কার বালুটুঙ্গী গ্রামের আমজাদ আলীর ছেলে,মফিদুল মুশরীভুজা গ্রামের আঃ করিমের ছেলে, মুনসুর আলী বালুটুঙ্গী গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে। তাদের আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট সকালে ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের রাঙ্গামাইট্যা বিলে সেমালী খাতুন কাদরীর মাথা বিহিন দেহ উদ্ধার করে, পরে একটু দুরেই তার বিচ্ছিন্ন মাথাও উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের পর পুলিশ নিশ্চিত হয় কাদরীকে ধর্ষন করা হয়েছিলো।
পরে সেই সূত্র ধরে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।