ভোলাহাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান


বিশেষ প্রতিনিধিঃ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২য় বড়গাছি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২০-২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ভোলাহাট জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুঃ জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কোহিনূর আলম টুনু, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন আইরন,জামবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য আব্দুস সামাদ।
বিশেষ সহযোগিতা করেন রাজ ডেভেলপমেন্ট সোসাইটি র নির্বাহী পরিচালক মোঃ শামীম রানা ও ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি র শাখা ব্যবস্থাপক খুরশেদ আলম।
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।