

‘মাদক ছাড়ুন, সুস্থ জীবন গড়ুন’ স্লোগানে মাদক বিরোধী সমাবেশ করেছে বিট পুলিশিং, জামবাড়িয়া ইউনিয়ন শাখা।
সোমবার বিকেলে জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।
তিনি বক্তব্যে বলেন, ‘আপনারা যদি আমাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেন তাহলে আমরা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধ করে সাফল্যতা অর্জন করতে পারব। সুন্দর, সুখি ও সমৃদ্ধশালী উপজেলা গড়তে পারবো।’
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন জামবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাহাব উদ্দিন,বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশফিকুল ইসলাম তারা,জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন আইরন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মেম্বার আব্দুস সামাদ,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগেরর সদস্য সজল হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুজতাহিদুল আরেফীন,সাধারণ সম্পাদক ইমরুল কায়েস প্রমুখ।
মাদকবিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।