

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
মানববন্ধন শেষে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।
বৃহস্পতিবার সকালে মেডিকেল মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি সীমাহীন অনিয়ম, অবিচার ও স্বজনপ্রীতির মাধ্যমে গেজেটভুক্ত ক শ্রেণির ৩৮জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করার সুপারিশ করেছে। যার মাধ্যমে এই ৩৮টি পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে।স্থানীয়ভাবে পূণরায় যাবাই-বাছাই করার দাবী জানাচ্ছি ।
সাক্ষী প্রমান থাকা সত্বেও সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হ হনি। এমনকি লাল মুক্তি বার্তায় ৩ জনের নাম থাকা সত্বেও তাদেরকেও বাতিল করা হয়েছে।