ভোলাহাটে ‘শেখ হাসিনা কাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নে বড়গাছি অনির্বান যুবক সমিতির আয়োজনে আন্তঃইউনিয়ন ‘শেখ হাসিনা কাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৭ অক্টোবর বিকেলে বড়গাছি ফুটবল মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।

প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত হলেন; উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। খেলায় সভাপতিত্ব করেন অনির্বান যুবক সমিতির সভাপতি ও ইউপি সদস্য আব্দুস সামাদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল গাফফার মুকুল, জামবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম বাবলু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোবিনুল ইসলাম মোবিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মু. আতিকুর রহমান সুমন, সোনামসজিদ স্থল বন্দর এসোসিয়েশন এর সাবেক সভাপতি হারুন অর রশীদ, বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রিফাত হোসেন টুইংকেল, সাধারণ সম্পাদক আহসান হাবীব, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুস্তাহিদুল ইসকাই, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস প্রমুখ।

ফাইনাল খেলায় জামবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ও ৭ নং ওয়ার্ডের মধ্যকার খেলায় ১-১ গোলে ড্র হলে পরে ট্রাইব্রেকারে ৭ নং ওয়ার্ড ৬ নং ওয়ার্ডকে ৩-০ গোলে জয়ী হয়।

খেলায় প্রায় দশ হাজার দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথি বৃন্দ৷

পোস্টটি শেয়ার করুন