ভোলাহাট উপজেলা কৃষকলীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বিদ্যুৎ-সাদিকুল নির্বাচিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০

বিশেষ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে ভোলাহাট উপজেলা কৃষকলীগের আবু হেনা মোস্তফা কামাল বিদ্যুৎ সভাপতি ও সাদিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

শুক্রবার ১৮ ডিসেম্বর বিকেলে উপজেলার গোহালবাড়ি মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল ওদুদ বিশ্বাস।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জে- ১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সামাদ বকুল।

বিশেষ বক্তা ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মর্জিনা পারভিন ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটু।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আশরাফুল হক চুন্নু,সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ,ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান গরীবুল্লাহ দবির, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা পাখি,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল,সহ-সভাপতি সাবিহা শবনম কেয়া রহমান,রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি রবিউল ইসলাম বাবু,দলদলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরজেদ আলী ভুটু, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোমস্তাপুর উপজেলা কৃষকলীগের আহবায়ক শফি আনসারী,ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গাফফার মুকুল, জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিম প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল বিদ্যুৎ।

পোস্টটি শেয়ার করুন