ভোলাহাট উপজেলা ছাত্রলীগের চার ইউনিয়ন ও দুই কলেজে নতুন কমিটি ঘোষণা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চার ইউনিয়ন জামবাড়িয়া, ভোলাহাট, গোহালবাড়ী ও দলদলী এবং দুই কলেজ জামবাড়িয়া ডিগ্রি কলেজ ও ভোলাহাট মোহবুল্লাহ ডিগ্রি কলেজে ছাত্রলীগের আগামী এক বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার ১৫ মে ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতানুল ইসলাম বুলেট ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন টুইংকেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ছাত্রলীগের নবগঠিত কমিটিতে জামবাড়িয়া ইউনিয়নে সভাপতি মোস্তাহিদুল হক ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, ভোলাহাট ইউনিয়নে সভাপতি মো: ওয়াসিম আকরাম ও সাধারণ সম্পাদক মোঃ মোসাব্বের হোসেন, গোহালবাড়ী ইউনিয়নে সভাপতি সৌরভ শাহিন শাহ ও সাধারণ সম্পাদক মোঃ এনায়েতুল্লাহ, দলদলি ইউনিয়নে সভাপতি আশাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন রুবেলকে মনোনীত করা হয়।

এছাড়া জামবাড়িয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ বিন মোহাম্মদ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ তাহসিন তানিম এবং ভোলাহাট মোহবুল্লাহ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব সবুজ ও সাধারণ সম্পাদক মাহবুব হাসান কে মনোনীত করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন