ভোলাহাট উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ, চারা বিতরণ ও সমবায় সমিতির সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে অাজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারাদেশে ১ কোটি চারা রোপণ উদ্বোধনের পর ভোলাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে তিনটি চারা রোপণ করা করা হয়।উপজেলা প্রশাসন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের চারা গাছ বিতরণ এবং গাছ লাগাতে উদ্বুদ্ধ করে।
এছাড়া একই উপজেলায় মহামারী করোনা ভাইরাস বিস্তার রোধক‌ল্পে সামা‌জিক দুরুত্ব নি‌শ্চিত কর‌তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নি‌র্দেশনা মোতা‌বেক অাজ উপজেলা চত্বরে সমবায় সমিতির সদস্যদের মাঝে ত্রাণ ও শিশু খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাববুল হো‌সেন, ভোলাহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল অালম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অাব্দুল হামিদ,উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহও উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন