ভোলাহাট জামবাড়িয়ায় বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০

বিশেষ প্রতিনিধিঃ চাঁপাই নবাবগঞ্জ ভোলাহাট উপজেলার জামবাড়িয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর শুক্রবার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি ফুটবল মাঠে এই ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলার কৃতি সন্তান, মানবিক কর্মকর্তা,মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিসি ফুড মোঃ সেফাউর রহমান।

খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী, তরুণ উদীয়মান নারীনেত্রী ও মোঃ সেফাউর রহমান এর সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধার সন্তান সাবিহা শবনম কেয়া রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামবাড়িয়া ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ শাহাবউদ্দিন, বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জামবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম তারা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেবিনুল ইসলাম,জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুজতাহিদুল আরেফিন, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস প্রমুখ।

    সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগের উদ্যোক্তা অনির্বান যুবক সমিতির আহবায়ক ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস সামাদ মেম্বার।

খেলায় বিপুল পরিমাণ দর্শকের সমাগম হয়।
খেলা শেষে ভালো পারফরম্যান্স করার জন্য খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা।

পোস্টটি শেয়ার করুন