মধুমতি নদীর চরে বসবাসরত অসহায়দের পাশে গোলাম রাব্বানী

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহিত মধুমতি নদীর মধ্যখানে জেগে উঠা চরে ১০টি দরিদ্র পরিবারের জন্য শেখ হাসিনার ভালোবাসার উপহার হিসেবে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর জিএস গোলাম রাব্বানীর পক্ষ থেকে উপহার সামগ্রী পৌছে দেওয়া হয়।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য এবং মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক মেজবাহ আলমসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ এই খাদ্য সামগ্রী পরিবার প্রতি পৌঁছে দেয়। খাদ্য সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে ১০কেজি চাউল, ২কেজি ডাউল,৫কেজি আলু,১কেজি সয়াবিন তেল, ২কেজি পেঁয়াজ, আয়োডিনযুক্ত ১প্যাকেট লবণ, ১প্যাকেট ফ্যামিলি সাইজ এনার্জি বিস্কুট, ২টি করে জীবাণুনাশক সাবান,১প্যাকেট ডিটারজেন্ট পাউডার এবং ১পাতা ভিটামিনের ট্যাবলেট দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন