মসজিদ মিশন একাডেমির রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িতদের শাস্তির দাবি নির্মূল কমিটির


নিজস্ব প্রতিবেদকঃ জামাত-শিবির পরিচালিত রাজশাহীর মসজিদ মিশন একাডেমিতে রাষ্ট্রবিরোধী তৎপরতা বন্ধ ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি,রাজশাহী জেলা ও মহানগর শাখা।
শনিবার বিকেলে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ- সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান।
মহানগর নির্বাহী সভাপতি প্রফেসর ড. সুজিত সরকারের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব শাহ আলম বাদশার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান।
মানবন্ধনে সংহতি বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের নগর সদস্য সচিব মীর ইশতিয়াক আহমেদ লেমন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, মুক্তিযুদ্ধ পাঠাগার রাজশাহীর সাধারণ সম্পাদক কামার উল্লাহ সরকার, মুক্তিযোদ্ধা সংসদ, জেলার সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ইয়াসিন মোল্লা, সাবেক ছাত্রনেতা পংকজ দে, তামিম শিরাজী, স্টুডেন্ট ফ্রন্টের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিঠু,আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক নিতাই কুমার সরকার, শহীদ জামিল আখতার রতন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মনির উদ্দিন পান্না, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আাফতাব হোসেন কাজল প্রমুখ।