মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও ব্লাড এন্ড প্লাজমা ডোনেশন ক্যাম্প

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০

ডেস্ক নিউজঃ রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মহাত্মা গান্ধীর জীবনী নিয়ে আলোচনা ও ব্লাড এন্ড প্লাজমা ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় মহানগরীর ভদ্রা আবাসিক এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধক ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সঙ্গীতজ্ঞ পন্ডিত অমরেশ রায় চৌধুরী। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।

অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর জীবনী, আদর্শ ও দর্শন নিয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র।

স্বাগত বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।

এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্লাড এন্ড প্লাজমা ডোনেশন ক্যাম্প সম্পন্ন করতে সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী।

পোস্টটি শেয়ার করুন