মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাসুদুল হক ডুলু,র স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক ডুলু’র ১২তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।

শুক্রবার সন্ধ্যায় নগরীর কুমারপাড়ার মহানগরী দলীয় কার্যালয়ে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মীর ইকবাল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

পোস্টটি শেয়ার করুন