মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় রনিকে রাজশাহী চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজ এর পক্ষ থেকে চেম্বারের পরিচালক এবং রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর এর সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মঙ্গলবার ৯ জুলাই এই শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন; এফবিসিসিআই এর পরিচালক ও সিআইপি বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান আওয়াল, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজ এর সভাপতি মাসুদুর রহমান রিংকু ও চেম্বারের অন্যান্য পরিচালকবৃন্দ।
ফুলেল শুভেচ্ছা জানানোর সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে কুশল বিনিময় করেন।