মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গোটা ভারত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে বিজেপি মুখপাত্র নুপুর শর্মা ও নবীন জিন্দালের কটুক্তির প্রতিবাদে ও গ্রেফতারের দাবিতে উত্তাল গোটা ভারতবর্ষ। শুক্রবার জুম্মার নামাজের পরপরই শুরু হয় গোটা ভারতের বিভিন্ন রাজ্যে রাজ্যে বিক্ষোভ। ভারতের প্রায় প্রতিটি শহরেই বের হয় মুসলমানদের বিক্ষোভ মিছিল।

পশ্চিমবঙ্গের কলকাতা পার্ক সার্কাসে জুমার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলিমরা রাস্তা অবরোধ করে নূপুর শর্মা, নবীন কুমার জিন্দালদের গ্রেফতারের দাবি জানান ধর্মপ্রাণ মুসলমানরা। এদিন হাওড়ায় বিক্ষোভ ও অবরোধ করে বিক্ষোভকারী মুসলমানরা। বন্ধ হয়ে গেছে রেল যোগাযোগসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাওড়ার বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে গুজবের কারণে এলাকায় বেড়েছে বেআইনি কার্যকলাপ। আর সেই কারণে আগামী কয়েক দিনের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাওড়ার বেশ কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
হাওড়া পুলিশ কমিশনারেট এলাকা ও হাওড়া গ্রামীণ পুলিশের অধীনে থাকা এলাকায় এই সিদ্ধান্ত বলবত থাকবে বলেও জানান হয়েছে। এদিন সন্ধ্য ৬টায় এই নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশ বলবত থাকবে আগামী ১৩ জুন অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত। 

শুক্রবার সকাল থেকেই নবী (সাঃ) সম্পর্কে মন্তব্যকারী ও বিজেপির সাসপেন্ড হওয়া নেত্রী নুপুর শর্মার গ্রেফতারির দাবিতে উত্তাল দিল্লি ও কলকাতার বিস্তীর্ণ এলাকা। শুক্রবারের জুম্মার নামাজের পরই বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়।

দিল্লিতে জুম্মার নামাজের পরই মুসলমান সম্প্রদায়ের বহু মানুষ বিক্ষোভ দেখান মসজিদ চত্ত্বরে। অন্যদিকে দিল্লি কলকাতার পাশাপাশি উত্তর প্রদেশের সাহারণপুরেও প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ নুপুর শর্মা ও নবীন জিন্দালের নবী সম্পর্কে বিতর্কিত ও অশালীন মন্তব্যের পরে দীর্ঘ দিন পার হয়ে গেছে। কিন্তু তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তাদের দুজনের গ্রেফতারের দাবিতে তারা পথে নেমেছে বলেও জানিয়ে দেন। পাশাপাশি অবিলম্বে তাদের গ্রেফতারের দাবিও জানিয়েছে। 

এদিকে বিক্ষোভের জেরে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। দিনের বেশিরভাগ সময় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল প্রশাসন। কিশতওয়ার এবং ডোডা জেলার ভাদেরওয়াহ শহরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করার একদিন পরে বিক্ষোভ ছড়ায়।
মহারাষ্ট্র, সোলাপুর, নভি মুম্বাই, নন্দুরবার, ঔরঙ্গাবাদ, পারভানি এবং জালনা থেকে বৃহত্তর বিক্ষোভ সমাবেশ করে বিক্ষোভকারী মুসলমান ও সাধারণ জনতা।

গুজরাটের ভাদোদরা এবং আমেদাবাদেও বিক্ষোভ হয়। বেশ কয়েকটি এলাকায় দোকানপাট বন্ধ ছিল। বিহারের ভোজপুর, মুজাফফরপুর এবং নওয়াদা জেলাতেও বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে। হায়দ্রাবাদে মক্কা মসজিদের বাইরে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছিল।

উল্লেখ্য; সম্প্রতি মহানবী(সাঃ) কে কটুক্তিকারী বিজেপি মুখপাত্র নুপুর শর্মা ও তার সহকারী মবীন কুমার জিনদালকে দল থেকে বহিষ্কার সহ তাদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। বিক্ষোভকারী মুসলমানদের দাবি দ্রুত তাদের গ্রেফতার।

পোস্টটি শেয়ার করুন