

এমরান আলী বাবু, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা।
শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার রহনপুর কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর রেল ষ্টেশনে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- রহনপুর পুরাতন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মনিরুজ্জামান, রহনপুর ষ্টেশন বাজার মসজিদের ইমাম আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, নুনগোলা জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন, সাবেক কাউন্সিলর রফিকসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, প্রিয়নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের বিচার চেয়ে আজকের এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি। দ্রুত সময়ের মধ্যে এসব অবমাননাকারীদের গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়া বাংলাদেশ থেকে ভারতীয় সকল পন্য বয়কট সহ দেশের সরকার প্রধানের পক্ষ থেকে প্রতিবাদ বিবৃতি জানানোর দাবি জানান বক্তারা।