গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা যুবলীগ গোমস্তাপুর উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় রহনপুর ডাকবাংলো প্রাঙ্গণে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস।
উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোহসিন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রেজা, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, চৌডালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনসারুল ইসলাম, রাধানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়া জামান আনসারী, রহনপুর পৌর ছাত্রলীগ সভাপতি এন্তাজুল হক, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দুরুল হোসেন প্রমুখ।
এছাড়াও স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।