নিজস্ব প্রতিবেদকঃ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা ছাত্রলীগের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় নগরীর অলোকার মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি’র নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শুরু হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়।
রাজশাহী কলেজে অবস্থিত বঙ্গবন্ধুর মূর্যালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাসহ জেলা ছাত্রলীগ, বিভিন্ন উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মী।