

ডেস্ক নিউজঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকবিরোধী অভিযানে পলায়নরত অাসামীকে ধরতে গেয়ে নদীতে পড়ে এক র্যাব সদস্য মৃত্যবরণ করেছে।
সিপিসি-৩, র্যাব-৫, জয়পুরহাটের একটি আভিযানিক দল গত ১৮ জুলাই কোম্পানী কমান্ডারের নেতৃত্বে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।এসময় একজন মাদক ব্যবসায়ী পাশে অবস্থিত ছোট যমুনা নদী পার হয়ে পালানোর চেষ্টা করে, তার পিছু নিয়ে পলায়নরত আসামীকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযানে থাকা কর্পোরাল মোঃ শাহেদুজ্জামান জীবনের ঝুঁকি নিয়ে খরস্রোতা ছোট যমুনা নদীতে ঝাঁপিয়ে পড়ে। সহকর্মীগণ তাকে নদী থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
তার এই অকালপ্রয়াণে র্যাব-৫ এর অধিনায়ক, অফিসারবৃন্দ ও সকল স্তরের ফোর্স বর্ণণাতীত শোকে মুহ্যমান ও চরম মর্মাহত।
র্যাব-৫ এর এক প্রেসনোটে উল্লেখ করা হয়েছে,”মাদকবিরোধী অভিযানে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কর্পোরাল শাহেদের এই বীরত্বপূর্ণ আত্মত্যাগ র্যাব ফোর্সেস এর সদস্যদের অদম্য মনোবল, দায়িত্ববোধ, সাহসিকতা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। মহান সৃষ্টিকর্তা তাকে একজন শহীদের মর্যাদা প্রদান করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
উল্লেখ কর্পোরাল মোঃ শাহেদুজ্জামান ব্যক্তি জীবনে বিবাহিত এবং সাত বছর বয়সী দুজন জমজ কন্যা সন্তানের জনক। কর্মজীবনে সৎ, সাহসী, বিনয়ী ও বন্ধুবৎসল কর্পোরাল মোঃ শাহেদুজ্জামান-এর মৃতদেহ যথাযোগ্য মর্যাদায় বিধি মোতাবেক তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার স্থায়ী নিবাস বোচাগঞ্জ, দিনাজপুরে অবস্থিত পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
কর্পোরাল মো: শাহেদুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর ৮ ইবি থেকে প্রেষনে অত্র ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।