“মানবিক আবেদন” একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে এগিয়ে আসুন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ “একটি নিষ্পাপ শিশু” বয়স সবে দুই বছর। একটু একটু করে কথাও বলতে শিখে গেছে মা বাবা দাদু দিদা অনেক কিছু। খেলতে শিখেছে নানান খেলা বাবা মায়ের সাথে করে অনেক দুষ্টামি। খাবার সময় হলে মা ডাক দেয় বাবা খাবি আয়, সে দৌড়ে গিয়ে লুকয়ে পড়ে খাটের নিচে বা টেবিলের নিচে। এই দুষ্টু মিষ্টি শিশুটি জানেই না যে, সে আস্তে আস্তে মৃত্যূর দিকে এগিয়ে যাচ্ছে।

শিশুটি এই সুন্দর পৃথিবীর রূপ গুন সোন্দর্য কিছু বুঝে উঠার আগেই তার শরীরে বাসা বেধেছে মারণ ব্যাধি এ্যামোনিয়া ও মৃগি রোগ। সে এখন খেলতে খেলতে অচেতন হয়ে মাটিতে লুটে পড়ে মা বাবা ভাবে এই বুঝি তাদের সন্তান পৃথিবীর মায়া ছেড়ে তাদের ছেড়ে চলে গেছে ওপারে। এভাবেই দুশ্চিন্তা নিয়ে চলে জীবন কখন জানি কি হয়।

শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ ফরিদ হোসেন এর কাছে দীর্ঘ একটা সময় চিকিৎসা করেও কোন লাভ হয়নি। তিনি সর্বশেষ বলেন শিশুটির শরীরে দিন দিন এ্যামোনিয়া বেড়েই চলেছে আরো উন্নত চিকিৎসা প্রয়োজন অন্যথায় আস্তে আস্তে এ্যামোনিয়া ব্রেনে এ্যাটাক করে ব্রেন নষ্ট করে দিবে এতে শিশুটি আস্তে আস্তে মারা যাবে। যত দ্রূত সম্ভব মাদ্রাজ নিয়ে চিকিৎসা করান।

শিশুটির পিতা অসহায় দিনমুজুর। কখনো রিক্সা চালিয়ে কখনো বা ডাব বিক্রি করে অতি কষ্টে জীবিকা নির্বাহ করে। শিশুটির চিকিৎসা করতে এখন প্রায় ২,০০,০০০/ দুই লক্ষ টাকার প্রয়োজন যা বহন করা শিশুটির পরিবারের পক্ষে আকাশ ছোয়া স্বপ্ন মাত্র।

অসহায় শিশুটির পিতা নিরুপায় হয়ে সমাজের বিত্তবানদের কাছে হাত সাহায্যের বাড়িয়েছে সেই সাথে ভিক্ষা চেয়েছে শিশুটির জীবন।

অসুস্থ শিশুর ঠিকানাঃ
মোঃ আরিয়ান (২)
পিতা মোঃ মহির উদ্দিন মুহির
মাতা মোসাঃ মর্জিনা বিবি
সাং মোল্লাপাড়া লিলিহল
২ নং ওয়ার্ড, রাজশাহী সিটি কর্পোরেশন
থানা- কাশিয়াডাঙ্গা
মহানগর রাজশাহী।

সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশ নম্বর_০১৭৫৯৬৫২৪৩৭ পার্সোনাল
যোগাযোগ_০১৮৬০৫১৫২৬১
পিতা মহির উদ্দিন মুহির

পোস্টটি শেয়ার করুন