মার্চের প্রথম প্রহরে গোমস্তাপুরে বঙ্গবন্ধু ও শহীদদের স্মরণে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন
নিজস্ব প্রতিবেদক: অগ্নিঝরা মার্চ মাসের প্রথম প্রহরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগ।
১ মার্চ মঙ্গলবার প্রথম প্রহরে ১২.০১ মিনিটে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অবস্থিত বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এসময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদনের উপস্থিত ছিলেন; গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দুরুল হোদা, সাধারণ সম্পাদক মুরসালিন আলী, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাওসার আহমেদ সাগর, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুরুল হোদা স্বপন, সাখাওয়াত হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হক, রহনপুর পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সজীব আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
উল্লেখ্য; ১৯৭১ সালের মার্চ মাস ছিলো মহান স্বাধীনতার জন্য একটি অন্যরকম মাস। মার্চের প্রথম দিন থেকেই বাংলা ছিলো উত্তাল। ৭ ই মার্চ ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাঙ্গালি জাতিকে স্বাধীনতার জন্য সবকিছু নিয়ে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। ২৬ মার্চ জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন।