হাসান রশিদুজ্জামান বিপ্লব: মাহিন্দা রাজাপাকসে আমাদের নাম নয়। বীজটা সিংহল দেশের,আর হিংসেটা আমাদের। অসুস্থতা। আমার নাক কাটা গেছে তো কি হয়েছে,তারতো যাত্রা ভঙ্গ। মানুষের দূর্দশা দেখবার যে পৈশাচিক আনন্দ আমাদের, সেটাই ছিলো আমাদের দু’হাজার বছরের পরধীনতার বিষবৃক্ষ।
লঙ্কা দেশে সরকার এবং বিরোধী সব দলের যখন মিলেমিশে কাজ করে রাষ্ট্রটার শুশ্রূষা করবার দরকার ছিলো, তখন উভয় পক্ষই হননের সাপলুডু খেললেন। আচ্ছা, নারকেলের দেশের লোকেদের মাথাগুলোর ভিতরটা কি নারকেল সদৃশ?
আমরা তোমাদের ফান্ড দিচ্ছি আনন্দে, আমরা সন্তুষ্ট আমরা তোমাদের দিতে পারছি। অথচ আমরা ক’বছর আগেও চাইতাম। নেয়াটা অসম্মানের নয় বটে, তবে দেয়াটা মর্যাদার।
এদেশে অশুভের একটা চর্চা আছে। ভূত প্রেতের দেশ আমাদের, কত ওঝাঁ। খেয়াল করবেন, আমরা বিপুল সংখ্যক লোক খুশি মনে চাচ্ছি বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাক। আহারে।! দূরারোগ্য ব্যাধি আমাদের।
ভেটো শক্তির দেশ, বিরাট অর্থনীতি। একটু দেমাগে চারপাশে চোঁখ বুলোয়। প্রত্যেক জাতি নিজেদের শ্রেষ্ঠত্বই কমবেশি ধারন করে। তাই সামর্থ্য হলেই জাহির করবার সুস্পষ্ট প্রবণতা। অশুভ ও অশুভের যোগসূত্র।
আমাদের সরকারীভাবেই দশ কোটি জলপাই গাছ রোপন করলে, আর আমাদের কৃষক পর্যায়ে জলপাই আর সূর্যমুখীর চাষটা বাড়াতে পারলেই আমাদের প্রচুর টাকা আমাদেরই। তেলসংকট বাঙাল দেখলেই দেবে ভো দৌড়।
ফ্রান্সের পারফিউমের কি প্রয়োজন আমাদের, আমরা ভালোটা বানাতে প্রচেষ্টা করি। সময় এখন এই ব-দ্বীপের। এটা নিশ্চিত যে, তরুণদের যথাযথ সম্পৃক্ততার সার্বিক সুযোগটা সুনিশ্চিত করা হলেই দশবছরে দৃশ্যমান সব প্রবলেম সলভ হয়ে যাচ্ছে।
ওদের রাজনীতি, আমাদের রাজনীতি নয়। আমাদের রাজনীতি আমাদের। আমাদের নেগোসিয়েশনের মানচিত্র নয়, বিজয়ের। আমরা জানি, জৈব ও রাসায়নিক উভয় সারের উত্তম ব্যবহার। দো-আঁশ ও বেলে দো-আঁশ মাটির দেশ আমাদের। পলিও পড়ে লক্ষ লক্ষ হেক্টর জমিতে। রোপন করলেই ফসল। খাবার থাকলে মাথা সচল থাকবে। আর সচল মাথা অগ্রগতির শীতগ্রীষ্ম।
চতুর্থ শিল্প বিপ্লবের সুফল পৌছে দিতে হবে ঘরে ঘরে, প্রোপাগান্ডা নয়। গাড়ি এবং সকল প্রকার স্পেয়ার পার্টস বানাতে হবে, কিনতে নয়। রাষ্ট্র, তারুণ্যে আরও নজর দিন।
হিন্দুস্তানও চোঁখ রাঙায় ডানে-বামে। আমাদের দেশে চাঁদ-তারার দেশের বিপুল ভক্ত আছে, তবু আমরা লাল সবুজের দেশ।
আমাদের মাতৃভাষা বাঙলা।
অনেক স্বপ্ন আমাদের, তবু রুচিটা… আর কথা নয়!
‘ছেড়ে যেতে আর দিওনা, যদি পাও মনের মানুষ”…
লেখক:
হাসান রশিদুজ্জামান বিপ্লব
সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ।
ও সাবেক ছাত্রনেতা।